IQNA

ভিডিও | কায়রোর ঐতিহাসিক মসজিদে মোহাম্মদ বাদর হুসাইনের মনোমুগ্ধকর তিলাওয়াত

20:23 - January 06, 2021
সংবাদ: 2612074
তেহরান (ইনকা): মিশররে প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ বাদর হুসাইন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি মনোমুগ্ধকর তিলাওয়াতের জন্য আজও এই প্রয়াত ক্বারিকে স্মরণ করা হয়। 

মিশরের এই  প্রসিদ্ধ ক্বারি ১৯৩৭ সালের ৩ নভেম্বর সেদেশের পশ্চিমাঞ্চলীয় "তান্তা" প্রদেশের "সান্তা" শহরের একটি কুরআনিক পরিবারে জন্মগ্রহণ করেন। এই পরিবাররে ছায়া থাকার করণে তিনি শৈশবে ওহীর বাণী মুখস্থ করার দিকে মনোনিবেশ করেন। 
 
তিনি নিজ গ্রামের মকতবে কুরআন তিলাওয়াত করেন এবং হেফজ করেন। কুরআন হেফজ করার পর তিনি আল-আজহারে যোগদান করেন। ১৯৬৪ সালে তিনি আল-আজহারের আওতাধীন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যান এবং ১৯৬৮ সালে তিনি এই কেন্দ্রের ধর্মীয় নীতি অনুষদ থেকে স্নাতক হন।
 
মিশরের এই প্রসিদ্ধ ক্বারি ২০০২ সালের ২৮শে মার্চে ইহকাল ত্যাগ করেন। ক্বারি মোহাম্মাদ বাদর হুসাইনের সুললিত কণ্ঠে সূরা কিয়ামতের কয়েকটি আয়াতের তিলাওয়াত শুনব। তিনি এই তিলাওয়াতটি মিশররে কায়রোর ঐতিহাসিক “মোহাম্মাদ আলী” মসজিদে পেশ করেছেন।  iqna
 
 
captcha